১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৬শে নভেম্বর, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১৫ অক্টো ২০২৪ ০৩:১০
নারী সাফ চ্যাম্পিয়নশীপ খেলতে সকাল ১০ টায় কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল বাংলাদেশ। ঘণ্টা দেড়েকের মধ্যেই নেপালের কাঠমান্ডুতে পৌঁছান সাবিনারা।
২৩ সদস্যের সাফ স্কোয়াডের মধ্যে চার জন ছিলেন এইচএসসি পরীক্ষার্থী। চার জনের মধ্যে আফিদা খন্দকার (৪.৩) ও শাহেদা আক্তার রিপা পাশ করেছেন। দুই তারকা ফুটবলার তহুরা খাতুন ( ২ বিষয়) ও শামসুন্নাহার জুনিয়র এক বিষয়ে অনুত্তীর্ণ হয়েছেন।

আজ সকালে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। যখন ফলাফল প্রকাশ হয় তখন নারী দল ঢাকা থেকে কাঠমান্ডুর ফ্লাইটে। কাঠমান্ডু নামার কিছুক্ষণ পরেই ফলাফল জানতে পারেন বাংলাদেশ দলের নারী ফুটবলাররা।
কাঠমান্ডু নামার পরপরই বাংলাদেশ দলকে অভ্যর্থনা জানায় নেপাল ফুটবল এসোসিয়েশন। বাংলাদেশ কন্টিনজেন্টের সবার গলায় উত্তরীয় পড়িয়ে দেওয়া হয়। বাংলাদেশের ফুটবলাররা সেই উত্তরীয় গায়ে জড়িয়ে ফটোসেশন করে। নেপালের আবহাওয়া বেশ স্বাভাবিক রয়েছে। আজ বাংলাদেশ দল মাঠে অনুশীলন করবে না। হোটেলেই সাঁতারে রিকভারি হওয়ার করার পরিকল্পনা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১