১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ১৬ অক্টো ২০২৪ ০২:১০
যশোরের বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে পালানোর সময় শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে শেরপুর থানায় একাধিক মামলা রয়েছে। তবে কৌশলে ভারতে ঢুকে পড়েন তার আরেক সঙ্গী রয়েল কোচ পরিবহনের মালিক সঞ্জয় কুমার কুণ্ডু।
গ্রেপ্তার চন্দন কুমার পালকে প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক মজুমদার।
ওসি জানান, বিকেলে বেনাপোল ইমিগ্রেশন ভবনে প্রবেশের সময় পুলিশ ও বিজিবির সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাকে শেরপুর থানায় সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১