শিশু হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক মাহবুবুল

প্রকাশিত:বুধবার, ১৬ অক্টো ২০২৪ ০২:১০

শিশু হাসপাতালের নতুন পরিচালক অধ্যাপক মাহবুবুল

বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। হাসপাতালটির ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক এ পদে নিয়োগ পেয়েছেন।

বুধবার (১৬ অক্টোবর) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১) সিনিয়র সহকারী সচিব স্নেহাশীষ দাশ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আইন, ২০২১ এর ৯ (১) ধারা মোতাবেক অধ্যাপক ডা. মো. মাহবুবুল হক, বিভাগীয় প্রধান, ক্রিটিক্যাল কেয়ার পেডিয়াট্রিকসকে আদেশ জারির তারিখ থেকে আগামী দুই বছরের জন্য বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকার পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’

এতে আরও বলা হয়, ‘জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। সরকার যেকোনো সময় আদেশ দ্বারা পরিচালককে তার পদ থেকে অপসারণ করতে পারবে।’