কিউইদের ‘সেঞ্চুরিখরা’ কাটালেন রাচিন, কোহলির মাইলফলক

প্রকাশিত:শনিবার, ১৯ অক্টো ২০২৪ ০৪:১০

কিউইদের ‘সেঞ্চুরিখরা’ কাটালেন রাচিন, কোহলির মাইলফলক

প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানেই অলআউট হয়ে বেঙ্গালুরুতে ভিন্ন ভারতের দেখা মিলেছিল। দ্বিতীয় ইনিংসে রোহিত শর্মা, বিরাট কোহলি ও সরফরাজ খানের ফিফটিতে লড়াইয়ে ফেরার পথে স্বাগতিকরা। যদিও তাদের ভয় কাটেনি, ৩ উইকেট হারালেও ভারত এখনও নিউজিল্যান্ডের চেয়ে ১২৫ রানে পিছিয়ে। ম্যাচটিতে ভারতের মাটিতে টেস্টে কিউইদের সেঞ্চুরিখরা কাটিয়েছেন রাচিন রবীন্দ্র। পাশাপাশি একটি মাইলফলকে পা দিয়েছেন কোহলি।

ভারতকে ঘরের মাঠে টেস্টের সর্বনিম্ন রানে অলআউটের লজ্জায় ডুবিয়ে প্রথম ইনিংসে ৪০২ রান তোলে নিউজিল্যান্ড। তাদের হয়ে সর্বোচ্চ ১৩৪ রানের ইনিংস খেলেছেন রাচিন রবীন্দ্র। যা ২০১২ সালের পর প্রথম কোনো কিউই ব্যাটারের ভারতের মাটিতে টেস্ট সেঞ্চুরি। এর আগে ফরম্যাটটিতে সর্বশেষ ভারতে সেঞ্চুরি পেয়েছিলেন রস টেইলর। এরপর আরেকটি তিন অঙ্কের স্কোর দেখতে কিউইদের এক যুগ অপেক্ষা করতে হয়েছে। কাকতালীয়ভাবে টেইলরের সেঞ্চুরিটিও হয়েছিল এই বেঙ্গালুরুতেই।

১৫৭ বলে ১৩৪ রানের ইনিংস খেলার পথে রাচিন ১৩টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়েছেন। দলকে বড় লিড নেওয়ার পথে তার এই ইনিংসের ভূমিকা অনেক। যদিও তার আগে ডেভন কনওয়ে খেলেছেন ৯১ রানের ইনিংস। এ ছাড়া টেল এন্ডারে টিম সাউদি করেন ৬৫ রান। যা ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে কিউইদের ৩৫৬ রানের লিড এনে দেয়।
https://twitter.com/ESPNcricinfo?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1847163791282524171%7Ctwgr%5E14c194627fea1ed4f1f621eecd2a557c604cc334%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2F316188
লিড পেরিয়ে কিউইদের বল লক্ষ্য দেওয়ার চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নামে ভারত। যশস্বী জয়সওয়াল ৩৫ রানে ফিরলেও, ব্যক্তিগত ফিফটি তুলে নেন অধিনায়ক রোহিত শর্মা। যদিও এরপর তিনি আর টিকতে পারেননি। পরবর্তীতে বিরাট কোহলি ও সরফরাজ খান মিলে ১৩৬ রানের জুটি গড়েন। তবে তৃতীয় দিনের খেলা শেষ হওয়ার আগেই শেষ ডেলিভারিতে আউট হয়ে যান কোহলি। তার আগে সরফরাজের সঙ্গে তার আগ্রাসী জুটি ভারতের কাঁধ থেকে যেন বড় ভার নামিয়ে রাখছিল।
https://twitter.com/ESPNcricinfo?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1847314726193123776%7Ctwgr%5E14c194627fea1ed4f1f621eecd2a557c604cc334%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.dhakapost.com%2Fsports%2F316188
১০২ বলে ৮টি চার ও এক ছক্কায় ৭০ রান করেছেন কোহলি। এর মাধ্যমে টেস্টে ৯ হাজার রানের মাইলফলক পূর্ণ করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক। যে কীর্তিতে কোহলি ১৯৭টি টেস্ট খেলেছেন। তবে টেস্টে ভারতের সর্বোচ্চ রানসংগ্রাহকদের তালিকায় তার অবস্থান চতুর্থ। ১৫৯২১ রান (৩২৯ টেস্ট) নিয়ে সবার শীর্ষে আছেন শচীন টেন্ডুলকার। এরপর যথাক্রমে অবস্থান রাহুল দ্রাবিড় (২৮৬ টেস্টে ১৩২৮৮ রান) ও সুনীল গাভাস্কারের (২১৪ টেস্টে ১০১২২ রান)।

এদিকে, কোহলি আউট হয়ে ফিরলেও ক্রিজে অপরাজিত আছেন সরফরাজ। মাত্র ৭৮ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় তিনি ৭০ রান করেছেন। এই ইনিংসটি যেন আরও বড় হয় সেটাই চাইবে ভারত। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ২৩১ রান, কিউইদের চেয়ে তারা এখনও ১২৫ রানে পিছিয়ে।