নভেম্বরে হোম ম্যাচ বাংলাদেশের, হামজাকে কি পাওয়া যাবে?

প্রকাশিত:শনিবার, ১৯ অক্টো ২০২৪ ১১:১০

নভেম্বরে হোম ম্যাচ বাংলাদেশের, হামজাকে কি পাওয়া যাবে?

২০২৪ সালের সর্বশেষ ফিফা উইন্ডো ১১-১৯ নভেম্বর। এই সময়ে বাংলাদেশ মালদ্বীপের বিপক্ষে ১৩ ও ১৬ নভেম্বর দু’টি প্রীতি ম্যাচ খেলবে। বাফুফে ও মালদ্বীপ ফুটবল এসোসিয়েশন দুই পক্ষই এতে সম্মত হয়েছে।

নভেম্বর উইন্ডোতে বাংলাদেশ মালয়েশিয়া ও থাইল্যান্ডের সঙ্গে যোগাযোগ করেছিল। মালদ্বীপকে বেছে নেয়ার কারণ হিসেবে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বলেন,‌

‘মালয়েশিয়া, থাইল্যান্ড তারা একটি করে ম্যাচ খেলতে চেয়েছে। মালদ্বীপ আমাদের দেশে এসে দুই ম্যাচ খেলবে। ম্যাচ সংখ্যা ও ব্যয় দু’টোই আমাদের জন্য সহনীয় হওয়ায় এটাই বেছে নেয়া হয়েছে।’

বাংলাদেশের হোম ম্যাচ মানেই কিংস অ্যারেনায় খেলা। এবারও মালদ্বীপের বিপক্ষে ম্যাচ দু’টি কিংস অ্যারেনায় অনুষ্ঠিত হওয়ার কথা। এরপরও বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে কয়েক দিন সময় চেয়েছেন সাধারণ সম্পাদক,‌ ‘কিংস অ্যারেনার কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা চলছে। শীঘ্রই বিষয়টি জানাতে পারব।’

২৬ অক্টোবর বাফুফে নির্বাচন। নতুন কমিটি নির্বাচিত হয়ে আসার পর উইন্ডো যেন মিস না হয় এজন্য এই উদ্যোগ বাফুফের,‌ ‘সর্বশেষ নির্বাহী কমিটির সভায় নভেম্বর উইন্ডোর বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সেই মোতাবেক আমরা সব কিছু গুছিয়ে রাখছি।’

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশি প্রবাসী ফুটবলার হামজা চৌধুরিকে বাংলাদেশে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কয়েকটি ধাপ পেরিয়ে এখন একেবারে শেষ ধাপে। ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করা হয়েছে। এই কমিটি সবুজ সংকেত দিলেই বাংলাদেশের জার্সিতে খেলতে আর বাধা থাকবে না তার।

হামজা সম্পর্কে সাধারণ সম্পাদক বলেন, ‘ফিফায় আমরা আবেদন করেছি। ফিফা থেকে অতিরিক্ত কিছু ডকুমেন্টস চেয়েছে। আমরা সেগুলো সরবারহ করতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করছি।’

নভেম্বর উইন্ডো তিন সপ্তাহ পরেই। এই উইন্ডোতে হামজার খেলার সম্ভাবনা সেভাবে দেখেন না সাধারণ সম্পাদক, ‘সে এখন ইনজুরিতে রয়েছে। ইনজুরি সেরে বাস্তবিক অর্থে নভেম্বর উইন্ডোতে খেলার সম্ভাবনা ক্ষীণই।’

নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ের ড্র অনুষ্ঠিত হবে। ২০২৫ সালের মার্চ থেকে শুরু হবে সেই বাছাই। হামজাকে বাংলাদেশের জার্সিতে দেখতে আরো কয়েক মাস অপক্ষো করতে হবে।