৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২২ অক্টো ২০২৪ ০২:১০
মালদ্বীপে অভিবাসন কর্মীদের দ্বারা পরিচালিত অবৈধ কার্যকলাপ রিপোর্ট করার জন্য ইমিগ্রেশন ওয়াচ নামে অনলাইন প্ল্যাটফর্ম চালুর তিন মাসের মধ্যে ৮০০ অভিযোগ জমা পড়েছে। দেশটিতে অবস্থিত প্রবাসীদের অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে সবচেয়ে বেশি রিপোর্ট জমা হয়েছে।
ওয়ার্ক ভিসা লঙ্ঘন সম্পর্কিত ২০৬টি রিপোর্ট এবং বিভিন্ন দেশের অধিবাসীদের অবৈধ ব্যবসা সংক্রান্ত ২২১টি অভিযোগ জমা হয়েছে।
এ অবস্থায় প্রবাসীদের সতর্ক ও অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ।
প্রবাসীরা অবৈধ ব্যবসা, পতিতাবৃত্তি, ট্যুরিস্ট ভিসা লঙ্ঘন, কাজের ভিসা লঙ্ঘন, কালোবাজারি বৈদেশিক মুদ্রা বিনিময়, মানবপাচারসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছেন। এ ছাড়া, বসবাসের অযোগ্য পরিত্যক্ত বাড়িতে খাদ্য সামগ্রি তৈরি এবং প্যাকেজিংয়ের মতো অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত অভিবাসীরা।
প্রসঙ্গত, অভিবাসন সুরক্ষানীতি বাস্তবায়নের লক্ষ্যে মালদ্বীপের অপারেশন কুরাঙ্গীর অভিযানে প্রতিনিয়ত গ্রেপ্তার হচ্ছে প্রবাসী বাংলাদেশিরা।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১