২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:শনিবার, ২৬ অক্টো ২০২৪ ১২:১০
বাফুফে নির্বাচনে ভোট প্রদান পর্ব শেষ। দুপুর দুটো থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ছিল ভোটের সময়সীমা। ১৩৩ জন কাউন্সিলরের মধ্যে ১২৮ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। চট্টগ্রাম আবাহনী, নীলফামারী, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা এবং চট্টগ্রাম বিভাগীয় ফুটবল এসোসিয়েশনের কাউন্সিলর ভোট দিতে আসেননি।
সিনিয়র সহ-সভাপতি ছাড়া সভাপতি, সহ-সভাপতি, সদস্য পদে ভোট হয়েছে। এই ২০ পদের বিপরীতে প্রার্থী সংখ্যা ৪৫। ১৫ নির্বাহী সদস্যের বিপরীতে প্রার্থী ৩৭ জন, ৪ সহ-সভাপতি পদে ৬ জন ও সভাপতি পদে ২ জন রয়েছেন।
কাউন্সিলরদের সভাপতি, সহ-সভাপতি ও সদস্য তিনটি পৃথক ব্যালট প্রদান করা হয়েছে। প্রতি ব্যালটে সুনির্দিষ্ট পদ সংখ্যক ভোট প্রদান করতে হবে। পদের চেয়ে কম-বেশি ভোটে সেই ব্যালট বাতিল হবে।
ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর নির্বাচন কমিশন ভোট গণনা করছে। নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে – সভাপতি, সহ-সভাপতি ও সদস্য এই ক্রমান্বয়ে ভোট গণনা হবে। কাউন্সিলরদের ভোটে বাফুফের নির্বাহী কমিটির কর্মকর্তারা নির্বাচিত হবেন। বাফুফে নির্বাহী কমিটির মেয়াদ ৪ বছর।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১