৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ২৮ অক্টো ২০২৪ ০২:১০
২০০৭ সালের পর ব্রাজিলের আর কোনো ফুটবলার ব্যালন ডি’ অর পাননি। অনেকেরই ধারণা ছিল ব্রাজিলিয়ান ভক্তদের সেই অপেক্ষার প্রহর এবার শেষ হচ্ছে। এবারের ব্যালন ডি’অর বিজয়ীর দৌড়ে সামনের সারিতেই ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে শেষ পর্যন্ত হতাশ হতে হচ্ছে ভিনি ভক্তদের।
আনুষ্ঠানিক ঘোষোণা আসার ঘণ্টা কয়েক আগেই বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাবজিও রোমানো জানিয়েছেন, ভিনিসিয়ুসের হাতে উঠছে না এবারের ব্যালন ডি’অর। এমনকি বিলন ডি’অরের অনুষ্ঠানেও যাচ্ছেন না রিয়ালের এই তারকা ফরোয়ার্ড।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রোমানো লেখেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র প্যারিসে (ব্যালন ডি’অর অনুষ্ঠানে) যাচ্ছেন না। কারণ রিয়াল মাদ্রিদ জানতে পেরেছে, তিনি ব্যালন ডি’অর জেতেননি।’
— Fabrizio Romano (@FabrizioRomano) October 28, 2024
বিস্তারিত আসছে…
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১