শান্ত-সাকিবদের ঘটনায় মনোযোগ দিতে চায় না দক্ষিণ আফ্রিকা

প্রকাশিত:সোমবার, ২৮ অক্টো ২০২৪ ০২:১০

শান্ত-সাকিবদের ঘটনায় মনোযোগ দিতে চায় না দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে চাকরি হারিয়েছেন বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে থাকা সাকিব আল হাসান শেষ পর্যন্ত নিরাপত্তা শঙ্কায় খেলতে পারেননি।

এবার শেষ টেস্টের আগে গুঞ্জন অধিনায়কত্ব ছাড়ছেন নাজমুল হোসেন শান্ত। সবমিলিয়ে বাংলাদেশ ক্রিকেটে টালমাটাল অবস্থা!

বাংলাদেশের এমন পরিস্থিতি নজর এড়ায়নি সফরকারী দলের অধিনায়ক এইডেন মার্করামের। তবে এসব নিয়ে ভাবছেন না তারা। প্রতিপক্ষের দিকে না তাকিয়ে নিজেদের সেরাটা দেওয়াই প্রোটিয়াদের একমাত্র লক্ষ্য।

তাই বাংলাদেশের পরিস্থিতি বুঝতে পারলেও এ নিয়ে ভাবতে চান না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক।

আজ চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসে মার্করাম বলেন, ‘এটাতে আমরা খুব বেশি মনোযোগ দিচ্ছি না সত্যি বলতে। আমাদের দলের পুরোপুরি বাইরের ব্যাপার এসব। আমরা সব সময় এমন একটা দল, যারা নিজেদের পরিবেশ শক্তিশালী ও স্বাস্থ্যকর রাখতে ও ম্যাচের সময় পারফর্ম করতে তৈরি থাকি।’

‘আমরা যেহেতু জানি, পারফরম্যান্সটা নিশ্চিত কিছু না কিন্তু আমরা অন্তত পরিবেশটা ভালো রাখতে পারি। বাংলাদেশ দল যা কিছুর ভেতর দিয়েই যাচ্ছে, তা দুর্ভাগ্যজনক আর এটাতে আমাদের কিছুই করার নেই।

আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলার, এরপর দেখা যাক পাঁচ দিন পর কী হয়।’-যোগ করেন তিনি।

টেম্বা বাভুমার চোটে দলকে নেতৃত্ব দিচ্ছেন মার্করাম। অধিনায়কত্বও বেশ উপভোগ করছেন তিনি। মার্করাম বলেন, ‘এটা খুব সংক্ষিপ্ত সময়ের জন্য কিন্তু সত্যিই দারুণ ব্যাপার।

এটা সব সময় বিশেষ ব্যাপার দলকে নেতৃত্ব দেওয়ার বিশেষত টেস্ট ম্যাচে। আমি পুরোপুরি উপভোগ করেছি। অবশ্যই এখানকার কন্ডিশন দক্ষিণ আফ্রিকার চেয়ে একদমই আলাদা, এটা দারুণ খেলায় অধিনায়ক হিসেবে প্রভাব রাখার চেষ্টা করা। কিন্তু দিন শেষে আমাদের খেলোয়াড়রাই তফাৎ গড়ে দেয়।’