৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২৯ অক্টো ২০২৪ ০২:১০
রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ৫ নভেম্বরের নির্বাচনের মাধ্যমে ফের প্রেসিডেন্ট হবেন বলে মন্তব্য করেছেন বিশ্বের সেরা অর্থনীতিবিদ ক্রিস্টোপ বারুড। তিনি সবচেয়ে ‘নির্ভূল অর্থনীতিবিদ’ হিসেবেও পরিচিত।
বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে এমন দাবি করেছেন বারুড। মাইক্রো ব্লগিং সাইট এক্সে দেওয়া পোস্টে এই অর্থনীতিবিদ বলেছেন, “এখন পর্যন্ত বিভিন্ন মেটিক্স যেমন বেটিং মার্কেট, ভোট, নির্বাচনী মডেলারদের হিসাব-নিকাষ, অর্থনৈতিক বাজার দেখে যা বোঝা যাচ্ছে, নির্বাচনের ফলাফল হলো: ট্রাম্পের জয়। রিপাবলিকানরা বিশাল ব্যবধানে জিততে যাচ্ছে।”
বারুড মোনাকোর কৌশলবিদ এবং প্রধান অর্থনীতিবিদ হিসেবে করছেন। তিনি গত ১২ বছরের মধ্যে ১১বারই ব্লুমবার্গের অর্থনৈতিক পূর্বাভাস র্যাংকিংয়ের শীর্ষ অবস্থানে ছিলেন। বয়স মাত্র ৩৮ বছর হলেও অর্থনৈতিক বিষয়ক বিভিন্ন নির্ভূল পূর্বাভাস দিয়ে সাড়া ফেলেছেন তিনি।
বারুড জানিয়েছেন, ট্রাম্পের রিপাবলিকান পার্টি সিনেটের নিয়ন্ত্রণ নিতে পারলেও মার্কিন প্রতিনিধি সভায় কমালা হ্যারিসের ডেমোক্র্যাটিক পার্টির সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।
বিজনেস ইনসাইডারকে দেওয়া সাক্ষাৎকারে বারুড বলেছেন ট্রাম্পের পরবর্তী আমল, সঙ্গে রিপাবলিকানদের হাতে সিনেটের নিয়ন্ত্রণ— এ দুটি মিলে অর্থনীতিতে অস্থায়ী উন্নতি দেখা যেতে পারে।
এদিকে আগামী ৫ নভেম্বর হবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এতে রিপাবলিকান পার্টির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়বেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস। নির্বাচনে যদি ট্রাম্প জেতেন তাহলে তিনি দ্বিতীয়বার প্রেসিডেন্ট হবেন। অপরদিকে কমালা হ্যারিস জিতলে তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হবেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১