৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ৩০ অক্টো ২০২৪ ০৩:১০
মাগুরা জেলা কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আলী আকবর (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি খুন, ডাকাতি ও অস্ত্র মামলায় ৫৫ বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।
বুধবার (৩০ অক্টোবর) সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে কারা কর্তৃপক্ষ তাকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
আলী আকবরের বাড়ি মাগুরা শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেলার আবিদ হোসেন বলেন, ১৯৯০ সাল থেকে তিনি জেলা কারাগারে সাজা ভোগ করছেন। তাকে চারটি মামলায় ৫৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি উচ্চ রক্ত চাপ, ডায়াবেটিকসহ বিভিন্ন অসুখে ভুগছিলেন। সকাল ১১টার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১