৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ৩১ অক্টো ২০২৪ ০৩:১০
স্পেন বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন বিএনপির সাবেক সহ-সভাপতি মোরশেদ আলম তাহেরের রুহের মাগফেরাত কামনায় এ শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েস এলাকার কাইয়ে কারাবাকা গ্রামবাংলা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেন শাকিলের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সুহেল আহমেদ সামসু, সাধারণ সম্পাদক কাজী জসিম, বিএনপি নেতা হেমায়েত খান, মিল্টন ভুঁইয়া কচি, শিপার আহমদ, আসাদ আলী, আব্দুল মতিন, শহিদুল ইসলাম, জাহিদ হাসান, সাঈদ মিয়া, সোলেমান আহমদ, আব্দুল মজিদ সুজন, মানিক ব্যাপারী, শামীম খান বিপ্লব, শাহ আলম প্রমুখ।
সভায় বক্তারা মোরশেদ আলম তাহেরের স্মৃতিচারণ করেন। মোরশেদ আলম তাহের বিএনপির নিবেদিত কর্মী এবং একজন ভালো সংঘটক ছিলেন বলে মন্তব্য করেন নেতৃবৃন্দ।
সভায় মোরশেদ আলম তাহেরের জন্য এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয় এবং মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শোকবার্তা পাঠিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি জামাল উদ্দিন মনির।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১