৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ০১ নভে ২০২৪ ০২:১১
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, নির্বাচন কমিশন গঠনে সরকারের উদ্যোগ ইতিবাচক হলেও বিতর্কিত পুরানো আইনে সার্চ কমিটি গঠন প্রশ্নবিদ্ধ হতে পারে।
শুক্রবার (১ নভেম্বর) রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় দলের আঞ্চলিক কমিটির সভায় এসব কথা বলেন তিনি।
সাইফুল হক বিস্ময় প্রকাশ করে বলেন, নতুন নির্বাচন কমিশন গঠনে সরকার নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের কোনো মতামত নেয়নি। রাজনৈতিক দলগুলোর সঙ্গেও কোনো পরামর্শ করেনি। নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের দিক থেকেও এই ব্যাপারে তাদের প্রস্তাবনা জানানোর সুযোগ ছিল।
নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন যদি নির্বাচনের প্রধান স্টেকহোল্ডার রাজনৈতিক দলের সঙ্গেই কথা না বলেন তাহলে কমিশনের যৌক্তিক সুপারিশসমূহ কিভাবে কার্যকর হবে তা নিয়ে প্রশ্ন রাখেন এই বামপন্থী নেতা।
তবে, তিনি আশাবাদ ব্যক্ত করেন, নির্বাচন কমিশন গঠনের উদ্যোগের মধ্য দিয়ে নির্বাচনি ট্রেন যাত্রা শুরু করেছে এবং লাইনচ্যুত না হয়ে এই ট্রেন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাবে।
তিনি আরও বলেন, বিদ্যমান নির্বাচনী ব্যবস্থার খোলস পাল্টানো ছাড়া অবাধ, গণতান্ত্রিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্ভব নয়।
প্রতিত ফ্যাসিবাদী শক্তি নানা চেহারায় আবার ফিরে আসার চেষ্টা করছে দাবি করে সাইফুল হক বলেন, সে কারণে অস্থিতিশীলতা সৃষ্টির কোনো ধরনের উসকানিতে পা না দেওয়ার জন্য তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান।
পার্টির শেওড়াপাডা আঞ্চলিক কমিটির সম্পাদক আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, ঢাকা মহানগর কমিটির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মীর রেজাউল আলম, মীরপুর অঞ্চলের সংগঠক জামিরুল রহমান ডালিম, হোসেন খান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১