মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত:শনিবার, ০২ নভে ২০২৪ ০১:১১

মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

রাজধানীর কামরাঙ্গীরচরের নবীনগর এলাকার একটি বাসায় মোবাইল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. নূর হোসেন নূরা (২৩) নামের এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে দুপুরের দিকে ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।

নূর হোসেন পটুয়াখালীর বাউফল উপজেলার মোহাম্মদ বাবু মিয়ার ছেলে। বর্তমানে কামরাঙ্গীরচরের ঝাউচর বড় মসজিদের গলিতে ভাড়া থাকতেন।

কামরাঙ্গীরচর থানার পুলিশে উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, আমরা খবর পেয়ে কামরাঙ্গীরচর নবীনগর এলাকার আসাদুজ্জামান আসাদ মিয়ার ৫তলা বাড়ির সামনে রাস্তায় এক যুবককে পড়ে থাকতে দেখি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, আমরা স্থানীয় লোকের মুখে জানতে পারি ওই যুবক আসাদুজ্জমান আসাদ মিয়ার বাড়ির পাঁচ তলার বারান্দার গ্রিল দিয়ে মোবাইল চুরির সময় বিদ্যুৎ স্পর্শে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরেদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

নিহতের বাবা মোহাম্মদ বাবু মিয়া বলেন, আমার ছেলে আগে নিউমার্কেটে ফুটে ব্যবসা করতো। পরে খারাপ একটি চক্রের সঙ্গে মিশে অসৎ পথে চলে যায়। আমরা শুনতে পাই রাত্রে ওর তিন বন্ধু মিলে একটি বাসায় চুরি করতে গিয়েছিল, পরে আমার ছেলে উপর থেকে পড়ে মারা যায়।

এ সংক্রান্ত আরও সংবাদ