১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ০৩ নভে ২০২৪ ০১:১১
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রয়েল বিশ্বাসকে চাঁদাবাজির মামলায় জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
রোববার (৩ নভেম্বর) সকালে আদালতে আত্মসমর্পণ করলে নাচোল আমলি আদালতের দ্বিতীয় বিচারক মোসা. ইসিতা শবনম জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক সুকোমল চন্দ্র দেবনাথ এই তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে ২০ অক্টোবর আওয়ামী লীগের ২৬ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করে নাচোল থানায় চাঁদাবাজি, ককটেল বিস্ফোরণ ও হত্যাচেষ্টার অভিযোগে মামলাটি করেন ফতেপুর ইউনিয়নের মারকৈল গ্রামের বিএনপির নেতা এস্তাব আলী।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ৪ মে বেলা ১১টার দিকে ফতেপুর ইউপির মাড়কৈল গ্রামের কুদ্দুসের আমবাগানে বাদীর নিকট আব্দুল কাদের চাঁদা দাবি করেন।
বাদী চাঁদা দিতে অপরাগতা প্রকাশ করলে আব্দুল কাদেরের হুকুমে অন্য আসামিরা বাগানে অনধিকার প্রবেশ করে এবং স্থানীয় ইউপি সদস্য মেসবাউলের হাতে থাকা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপরও বাদী চাঁদা দিতে অপরাগতা জানালে অন্য আসামিরা বাদীকে হত্যার উদ্দেশ্যে জখম করে এবং আমবাগানের ক্ষতি সাধন করে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১