‘প্রথম শ্রেণি থেকে আসলেই আন্তর্জাতিকে ভালো খেলার নিশ্চয়তা নেই’

প্রকাশিত:রবিবার, ০৩ নভে ২০২৪ ০১:১১

‘প্রথম শ্রেণি থেকে আসলেই আন্তর্জাতিকে ভালো খেলার নিশ্চয়তা নেই’

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের পরপরই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর থেকে দুই দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। তার আগে আজ রোববার শেষ ভাগের বাংলাদেশ দল ঢাকা ত্যাগ করেছে। যাওয়ার আগে বিকেলে এদিন মিরপুরেরে গলমাধ্যমের মুখোমুখি হন জাকির হাসান।

সেখানে জাকিরের কাছে জানতে চাওয়া হয় তিন সংস্করণেই ব্যর্থ হচ্ছেন টপ অর্ডার ব্যাটাররা। এ নিয়ে তিনি বলেন, ‘ভালো শুরু না পাওয়ার কারণে দল ভুগেছে।

তবে অতীতে পড়ে না থেকে সামনে এগিয়ে যাওয়াই মূল লক্ষ্য। যেহেতু সিরিজগুলো দ্রুত আসছে, আমরা চেষ্টা করছি আমাদের ভুলগুলো খুঁজে বের করতে এবং সেগুলো কীভাবে সংশোধন করা যায়। আমরা ওপেনাররা যদি ভালো শুরু এনে দিতে পারি, তাহলে মিডল অর্ডারের কাজ সহজ হয়ে যাবে।’

ঘরোয়াতে ভালো করলেও আন্তর্জাতিক ম্যাচে এসে ভালো করতে পারছেন না ক্রিকেটাররা। জাকির নিজেও মানছেন এমন সমস্যার কথা, ‘প্রথম শ্রেণির ক্রিকেট আমার, আমাদের ভিত, তবে সেখান থেকে আসলেই আন্তর্জাতিক মঞ্চে এসে ভালো খেলার নিশ্চয়তা থাকে না। খারাপ সময়ও আসতে পারে, তবে সেই সময় কাটিয়ে উঠতে হবে।’

‘আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে নিজের ভিত আরও শক্ত করতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে মানিয়ে নেওয়ার চেষ্টায় মনোযোগী হতে হবে।’– যোগ করেন এই ওপেনার।

আফগানিস্তান দল কয়েক বছর ধরে দারুণ উন্নতি করেছে। আমিরাতের কন্ডিশনে তাদের বিপক্ষে খেলতে গিয়ে ধরাশায়ী হয়েছে দক্ষিণ আফ্রিকার মতো দল। সে বিবেচনায় আফগানদের শক্ত দল হিসেবেই মানেন জাকির, ‘আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি দলই এখন ভালো। ওরা অনেক উন্নতি করেছে এবং শক্তিশালী দল হিসেবে খেলছে। তবে আমাদের নিজেদের শক্তি নিয়ে এগিয়ে যেতে হবে।’