যুবদল নেতা হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী রিমান্ডে

প্রকাশিত:বুধবার, ০৬ নভে ২০২৪ ০৩:১১

যুবদল নেতা হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজী রিমান্ডে

নারায়ণগঞ্জে যুবদল কর্মী শাওন আহমেদকে (২২) গুলি করে হত্যা মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৬ নভেম্বর) বিকেলে শাওন হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা আক্তারের আদালতে হাজির করে সদর মডেল থানা পুলিশ। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, শাওন আহমেদ নামে এক যুবদল কর্মী হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিতে যুবদল কর্মী শাওন আহমেদকে গুলি করে হত্যার ঘটনা ঘটে। তবে তখন ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা না হয়ে বিএনপির ৫ হাজার নেতাকর্মীর বিরুদ্ধে পাল্টা মামলা করা হয়েছিল।

ওই ঘটনার প্রায় ২ বছর পরে চলতি বছরের ২১ অক্টোবর নিহতের বড় ভাই মিলন মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন। মামলায় নারায়ণগঞ্জের সদ্য সাবেক পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলকে প্রধান আসামি করা হয়েছে। সেই সঙ্গে তৎকালীন জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি একেএম শামীম ওসমান,

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-২ আসনের সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক এমপি লিয়াকত হোসেন খোকাসহ ৫২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।