৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বুধবার, ০৬ নভে ২০২৪ ১২:১১
সিলেটে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলি করা শুটার আনসার ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বুধবার (৬ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে সিলেটের ওসমানীনগর থানার বড় হাজিরপুর গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- সিলেট মহানগর এলাকার সৈয়দপুর মেজরটিলার উনাই মিয়ার ছেলে আনসার আহম্মদ রাহুল ওরফে শুটার আনসার (৩০) ও মেজরটিলার ইসলামপুর কলোনির আলমগীর হোসেনের ছেলে নাঈম (৩২)।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯-এর মিডিয়া অফিসার (সিনিয়র এএসপি) মশিহুর রহমান সোহেল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল বুধবার দুপুর আড়াইটার দিকে ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর গ্রামের মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এ দুজনকে গ্রেপ্তার করে।
তাদের বিরুদ্ধে সহিংসতা (সিলেট শাহপরাণ থানার এফআইআর নং-১৫/২১২) মামলা রয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে এই দুইজন গুলিবর্ষণ করেছেন। এসব অভিযোগে গত ২৮ আগস্ট দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি এ দুজন।
গ্রেপ্তারের পর আনসার ও নাঈমকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া এ মামলার পলাতক অন্যান্য আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রেখেছে র্যাব-৯।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১