বাড্ডায় দুলাল হত্যা মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত:বৃহস্পতিবার, ০৭ নভে ২০২৪ ০১:১১

বাড্ডায় দুলাল হত্যা মামলায় কৃষক লীগ নেতা গ্রেপ্তার

রাজধানী বাড্ডায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মো. দুলাল সরদার হত্যা মামলায় বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সম্পাদক মো. আকরাম খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) রাত ১১ টা ৪৫ মিনিটে রাজধানীর বাড্ডা থানার ডিআইটি প্রজেক্ট ৯ নম্বর রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বাড্ডা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বাড্ডা থানা সূত্রের বরাত দিয়ে তিনি জানান, ১৮ জুলাই সকাল ১০ টার দিকে বাড্ডা থানার ব্রাক ইউনিভার্সিটি সড়কে অনেক ছাত্র-জনতার সঙ্গে শান্তিপূর্ণ আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন দুলাল সরদারও।

এ সময় আন্দোলনরত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা গুলিবর্ষণ করলে দুলাল বুকে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ২ অক্টোবর বাদী হয়ে মো. শরিফুল ইসলাম নামে এক নাগরিকের অভিযোগের প্রেক্ষিতে বাড্ডা থানায় একটি হত্যা মামলা হয়।

তিনি আরও জানান, তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় দুলাল হত্যা মামলার আসামি বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ড কৃষক লীগের যুগ্ম সম্পাদক মো. আকরাম খানকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।