বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

প্রকাশিত:শুক্রবার, ০৮ নভে ২০২৪ ০২:১১

বিএসএমএমইউর রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও অধিভুক্ত ইনস্টিটিউটগুলোর মার্চ-২০২৫ সেশনে রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ নভেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ভর্তি পরীক্ষা শুরু হয়, চলে দুপুর ১২টা পর্যন্ত।

জানা গেছে, এবারের ফেইজে ভর্তি পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল পাঁচ হাজার ২৮ জন। এর মধ্যে মেডিসিন অনুষদে পরীক্ষার্থী ছিল এক হাজার ৭১৮ জন, সার্জারি অনুষদে দুই হাজার ৩৯১ জন, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২৩৬ জন, ডেন্টাল অনুষদে ২৮১ জন এবং শিশু অনুষদে ৪০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

এবারে মোট আসন সংখ্যা হল এক হাজার ৬৩৬টি। এর মধ্যে মেডিসিন অনুষদে ৫৪৬টি, সার্জারি অনুষদে ৬৪৬টি, বেসিক সায়েন্স ও প্যারাক্লিনিক্যাল সায়েন্স অনুষদে ২০৭টি, ডেন্টাল অনুষদে ৮৭টি এবং শিশু অনুষদে ১৫০টি আসন রয়েছে।

সকালে ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষার হল পরিদর্শন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। এ সময় তিনি পরিদর্শন শেষে পরীক্ষা কার্যক্রম নিয়ে সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে ভর্তি পরীক্ষার ফলাফল আজ শুক্রবারই সন্ধ্যা অথবা রাতের মধ্যেই প্রকাশ করা হবে বলেও জানান।

হল পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিএসএমএমইউর উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, ডিন অধ্যাপক ডা. মো. মোজাম্মেল হক, ডিন অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, প্রক্টর ডা. শেখ ফরহাদ, পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. রেজাউর রহমানসহ আরও অনেকে।