মুশফিকের জায়গায় দ্বিতীয় ম্যাচে সুযোগ পাচ্ছেন কে, জানালেন মিরাজ

প্রকাশিত:শুক্রবার, ০৮ নভে ২০২৪ ০২:১১

মুশফিকের জায়গায় দ্বিতীয় ম্যাচে সুযোগ পাচ্ছেন কে, জানালেন মিরাজ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে পূর্ণ শক্তির দল নিয়ে খেলতে পারছে না বাংলাদেশ। সিরিজের শুরুতে সাকিব আল হাসান পরে লিটন দাসও ছিটকে যান দল থেকে। এ ছাড়া ভিসা জটিলতায় প্রথম ওয়ানডেতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি নাহিদ রানা ও নাসুম আহমেদ। সর্বশেষ ইনজুরিতে ছিটকে গেলেন মুশফিকুর রহিম।

সব মিলিয়ে দ্বিতীয় ওয়ানডের আগে কিছুটা অস্বস্তিতে রয়েছে টাইগাররা। সিরিজ বাঁচানোর ম্যাচের কম্বিনেশন কেমন হবে তা নিয়ে রয়েছে কৌতূহল।

ম্যাচের আগের দিন আজ (শুক্রবার) গণমাধ্যমের মুখোমুখি হয়ে মেহেদী হাসান মিরাজ বলেন, ‘দলের সমন্বয়ের কথা যদি বলেন দেখুন, আমাদের কিন্তু অপশনও খুব বেশি নেই। লিটন দাস অসুস্থ, সে থাকলে দলের সমন্বয়টা আরও ভালো থাকতো হয়ত। যেহেতু ওইরকম সুযোগ নেই, জাকের আলির জন্য বেস্ট অব লাক।

উইকেটকিপার ব্যাটার হিসেবে জাকের আলি ছাড়া আর কোনো বিকল্পও নেই এই মুহূর্তে বাংলাদেশের জন্য। তাকে নিয়ে মিরাজ আরও বলেন, ওর জন্য ভালো একটা সুযোগ। সুযোগ আসছে, ও যদি শতভাগ দিতে পারে অবশ্যই ওর নিজের ক্যারিয়ারের জন্যও ভালো, দেশের জন্যও ভালো হবে।’

প্রথম ম্যাচে আফগানিস্তান ২৩৫ রান করলেও বোলারদের আলাদা করে প্রশংসা করলেন মিরাজ, ‘না, এটা কখনই মনে হয়নি। যেহেতু আমাদের পেস বোলাররা ভালো বোলিং করেছে, খুব দ্রুত পাঁচটা উইকেট নিয়েছে। আমরা মিডল অর্ডারে উইকেট পাইনি, ওরা শতরানের জুটি গড়েছে। আমি মনে করি বোলিংয়ে আমাদের পেস বোলাররা খুবই ভালো বোলিং করেছে।’

‘দারুণ শুরু করেছে ফিজ, শরিফুল, তাসকিন তিনজনই। কিন্তু আমার কাছ থেকে যতটা প্রত্যাশা ছিল ওতটা আমি পূরণ করতে পারিনি আমি মনে করি। মিডল ওভারে আমি আর রিশাদ যদি দুইটা উইকেট বের করতে পারতাম তাহলে আমাদের জন্য সহজ হয়ে যেতো। হয়ত আমি রান কম দিয়েছি কিন্তু দল আমার কাছে প্রত্যাশা করে উইকেট এনে দেয়া। কারণ আমার ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ দলে। আমি যদি উইকেট নিতে পারি, রান করতে পারি তাহলে আমি মনে করি বাংলাদেশ দলের জয়ে ভূমিকা রাখে’-যোগ করেন মিরাজ।