কু‌ড়িগ্রামে চাঁদাবা‌জির মামলায় ইউপি চেয়ারম‌্যান কারাগারে

প্রকাশিত:রবিবার, ১০ নভে ২০২৪ ০২:১১

কু‌ড়িগ্রামে চাঁদাবা‌জির মামলায় ইউপি চেয়ারম‌্যান কারাগারে

কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলার তবকপুক ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্যান ‌মোখলেছুর রহমান‌কে (৫৫) চাঁদাবা‌জির মামলায় গ্রেপ্তার ক‌রেছে পু‌লিশ। রোববার (১০ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এর আগে রোববার বেলা ১১টার দিকে তবকপুর বামনেরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইউপি চেয়ারম‌্যান মোখলেছুর রহমান তবকপুর মণ্ডলপাড়া গ্রামের ম‌ফিজল হকের ছেলে। তি‌নি উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদ‌ক।

অপরদিকে, গতকাল শ‌নিবার রাতে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সজীব কুমারকে তার বা‌ড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তি‌নি পৌরসভার রামদাস ধনীরাম আদর্শপাড়ার অলক কুমারের ছেলে।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, অপহরণ ও চাঁদাবা‌জির মামলায় ইউপি চেয়ারম‌্যানকে গ্রেপ্তার করা হয়ে‌ছে। এ মামলায় অন‌্য আসা‌মিদের গ্রেপ্তারের চেষ্টা অব‌্যাহত রয়েছে। এ ছাড়‌া কু‌ড়িগ্রা‌ম সদর থানায় দায়েরকৃত মামলায় ছাত্রলীগ নেতা স‌জীবকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হ‌য়েছে।