মালয়েশিয়ার পেনাং রাজ্যে হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প ও গণশুনানি

প্রকাশিত:রবিবার, ১০ নভে ২০২৪ ০২:১১

মালয়েশিয়ার পেনাং রাজ্যে হাইকমিশনের কনস্যুলার ক্যাম্প ও গণশুনানি

কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালয়েশিয়ার পেরাক রাজ্যের রাজধানী ইপোর উপশহর সিটিয়াওয়ান শহরের সিবিএল মানি ট্রান্সফার অফিসে দুই দিনব্যাপী (৯-১০ নভেম্বর) মোবাইল কনস্যুলার ক্যাম্প ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

এই কনস্যুলার ক্যাম্প চলাকালে সিটিওয়ান শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই-পাসপোর্টের আবেদন গ্রহণ, বায়ো-এনরোলমেন্ট সম্পন্নকরণ, এমআরপি পাসপোর্টের আবেদন গ্রহণ ও বিতরণসহ প্রয়োজনীয় বিভিন্ন কনস্যুলার সেবাগুলো প্রদান করা হয়।

মোবাইল কনস্যুলার সেবা প্রদান উপলক্ষ্যে উপস্থিত ছিলেন ফারহানা আহমেদ চৌধুরী, কাউন্সেলর (রাজনৈতিক) মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন, কাউন্সেলর (পাসপোর্ট ও ভিসা) প্রনব কুমার ঘোষ, প্রথম সচিব (বাণিজ্য) ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এবং সিবিএল মানি ট্রান্সফারের আইটি কন্সালটেন্ট পাভেল সারওয়ার, সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ইএসকেএলের মার্কেটিং ম্যানেজার আরমান পারভেজ মুরাদ ও অন্য প্রতিনিধিরা এবং বিপুল সংখ্যক সেবাপ্রার্থী প্রবাসী বাংলাদেশি।

উল্লেখ্য, ইতোপূর্বে মালয়েশিয়ার বিভিন্ন শহর থেকে প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদান করা হলেও প্রথমবারের মতো সিটিয়াওয়ানের মতো দূরবর্তী উপশহরে বাংলাদেশ হাইকমিশন কনস্যুলার সেবা প্রদান করছে।

এ সংক্রান্ত আরও সংবাদ