৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ নভে ২০২৪ ১১:১১
জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকা থেকে দিলীপ চন্দ্র (৫৭) নামে এক ব্যক্তির গলা কাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, রিকশা ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে।
নিহত দিলীপের পরিবার ও স্থানীয়রা জানান, পূর্ব দোগাছী গ্রামের বাসিন্দা দিলীপ ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। জয়পুরহাট জেলা শহর ও আশপাশের এলাকায় রাতের বেলা বেশি সময় রিকশা নিয়ে বের হতেন তিনি। প্রতিদিনের মতো বুধবার (১৩ নভেম্বর) রাতে তিনি রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে বৃহস্পতিবার সকালে সদরের চকশ্যাম এলাকায় একটি মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন।
জয়পুরহাট থানার ইন্সপেক্টর (তদন্ত) মিজানুর রহমান বলেন, ওই ব্যক্তি মূলত রাতেই বেশি রিকশা চালাতেন। সকালে তার মরদেহ উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির গলা কাটা ছিল। তার রিকশা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রিকশা ছিনতাই করার জন্যই তাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার থেকে মামলার প্রস্তুতি নিচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১