১০ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৫শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ নভে ২০২৪ ০৩:১১
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত আসামি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি থানা এলাকায় র্যাব-২ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছাত্র আন্দোলনে প্রত্যক্ষ সহিংসতায় জড়িত থাকায় তাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার রাত ১০টার দিকে যৌথ অভিযান চালিয়ে ধানমন্ডি থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১