শের-ই বাংলায় বিসিবির ভাবনায় সুইমিংপুল ও মসজিদ

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৪ নভে ২০২৪ ০৩:১১

শের-ই বাংলায় বিসিবির ভাবনায় সুইমিংপুল ও মসজিদ

দেশের মধ্যে সেরা ক্রিকেট স্টেডিয়াম হিসেবেই বলা হয়ে থাকে মিরপুর শের-ই বাংলার মাঠকে। কেননা দুর্দান্ত আউটফিল্ড সুবিধা, উন্নতমানের জিম সেশন, ইনডোরসহ রয়েছে আরো অনেক সুযোগ সুবিধা। তবে মাঠের চারপাশে ছিল না ক্রিকেটারদের জন্য সুইমিংয়ের সুবিধা।

ক্রিকেটারদের চাঙা রাখতে সুইমিং অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে কারণে বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে যুক্ত প্রায় সব ক্রিকেটারের প্রত্যাশায় ছিল সুইমিংপুল। সে সুবিধাটাও এবার ক্রিকেটারদের দিতে চাইছে বিসিবি। মিরপুর স্টেডিয়ামের জিম সেশনের সামনে পড়ে রয়েছে খালি একটি জায়গা যেখানে সুইমিং পুল করার জন্য পরিকল্পনা করছে বিসিবি।

একইসঙ্গে সেখানে একটি মসজিদ করার কথাও ভাবছে ক্রিকেট বোর্ড। ইতোমধ্যে আজ বৃৃহস্পতিবার জায়গাটি পর্যবেক্ষণ করে দেখেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এ সময় বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরি সুজনও ছিলেন সঙ্গে।

পরে ফাঁকা সেই জায়গা নিয়ে পরিকল্পনার কথা জানতে চাওয়া হয় সিইও সুজনের কাছে। ঢাকা পোস্টকে এ বিষয়ে সুজন বলেন, ‘এটা খুবই প্রাইমারি পর্যায়ে আলোচনা হচ্ছে। পরিকল্পনা নেওয়া হচ্ছে তবে স্থাপনাটি জাতীয় ক্রীড়া পরিষদের। আমরা এটা করার চিন্তা ভাবনা করছি যদি এনএসসির অনুমোদন পাওয়া যায় তাহলে করা হবে। সবকিছু অনুমোদন সাপেক্ষে।’