৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৫ নভে ২০২৪ ১১:১১
বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়ন বিএনপির মিছিলে বাধা দিয়েছেন পদবঞ্চিতরা। এ সময় ইউনিয়ন বিএনপির আহ্বায়কের অন্তত ১০ জন সমর্থককে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের মধ্যে ছয়জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলার মাধবপাশা বাজারে এ ঘটনা ঘটে।
কয়েকদিন আগে মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটির পদবঞ্চিতরা ১৩ নভেম্বর মাধবপাশা বাজারে প্রতিবাদ মিছিল করেন। বৃহস্পতিবার ওই প্রতিবাদ মিছিলের পাল্টা মিছিল আহ্বান করে মাধবপাশা ইউনিয়ন বিএনপি। মিছিল উপলক্ষ্যে বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল আসতে শুরু করে মাধবপাশা বাজারে। এ সময় ৯ নম্বর ওয়ার্ড ও ৮ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল নিয়ে মাধবপাশা মাছ বাজার এলাকায় এলে পদবঞ্চিতরা লাঠিসোঁটা নিয়ে তাকে বাঁধা দেয়। সেখানে দুই পক্ষের ধস্তাধস্তির একপর্যায়ে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা হয় মিছিলে অংশগ্রহণ করা বিএনপি নেতাকর্মীদের ওপর।
এতে আহত হন বিএনপি নেতা দুলাল শরীফ, উজ্জ্বল সিং, নাঈম হোসেন, রুবেল হোসেন, বশির মোল্লা, রাজিম হাওলাদার, আয়নাল, বাবুল হাওলাদারসহ ১০ জন।
আহতরা জানান- নাসির খান, জাফর সরদার, মিজান সরদার, রিয়াজ সরদার, ইয়াসিন সরদার, জুয়েল সরদার, বাহাদুর, রানা, রিয়াজ হাওলাদারসহ প্রায় অর্ধশত লোক দেশীয় অস্ত্রসহ তাদের ওপর হামলা চালান।
মাধবপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক অহেদুল ইসলাম খান বলেন, স্থানীয় কিছু বিএনপি নামধারী সন্ত্রাসীরা আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি জানিয়েছি। পুলিশ ঘটনাস্থলে এসেছিল। আমরা মামলা করবো।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির সিকদার বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে উভয়পক্ষকে সাবধান করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত যা ঘটেছে এ ব্যাপারে আমরা জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে সমাধানের চেষ্টা করবো। অন্যথায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১