৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শুক্রবার, ১৫ নভে ২০২৪ ১১:১১
কিশোরগঞ্জের হোসেনপুরে দাফনের ৩৫ দিন পর কবর থেকে রাফিকুল ইসলাম নামে এক শিশুর মরদেহ উত্তোলন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য উপজেলার মধ্য গোবিন্দপুর সুখী গ্রামের স্থানীয় একটি কবরস্থান থেকে ওই শিশুর মরদেহটি উত্তোলন করা হয়।
হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিশোরগঞ্জ জেলা আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য কবর থেকে শিশুর মরদেহ উত্তোলন করা হয়।
নিহতের চাচা ওলীউল্লাহর আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ উত্তোলন করা হয়।
সূত্রে জানা যায়, গত ৯ সেপ্টেম্বর হোসেনপুর উপজেলা গোবিন্দপুর ইউনিয়নের সুখী গ্রাম এলাকার মৃত দ্বীন ইসলামের ২ বছর ৯ মাস বয়সী শিশুপুত্র রাফিকুল ইসলামকে দুধ আনতে পাশের বাড়িতে পাঠান তার মা। অনেক সময় পেরিয়ে গেলেও শিশুটি বাড়িতে না ফেরায় তাকে খোঁজাখুজি শুরু করেন তার মা। বিষয়টি এলাকায় জানাজানি হলে সবাই শিশুটিকে খুঁজতে থাকেন। একপর্যায়ে গ্রামজুড়ে মাইকিং করা হয়। পরে তার মরদেহ পরিত্যক্ত পুকুরের কচুরিপানার নিচ থেকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। পরে স্থানীয় একটি কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনার শিশুটির চাচা ওলীউল্লাহ আদালতের শরণাপন্ন হলে আদালত এই নির্দেশ দেন।
হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) লিমন আহমেদ বলেন, আদালতের নির্দেশে শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য তোলা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন হোসেনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, হোসেনপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কর্মকর্তা লিমন আহমেদ ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) খালেদ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১