৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ১৬ নভে ২০২৪ ০২:১১
গত ৫-৭ নভেম্বর ম্যাকাওতে অনুষ্ঠিত কিউএস হায়ার এডুকেশন সামিট : এশিয়া প্যাসিফিক ২০২৪-এ অংশগ্রহণ করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
এবারের সামিটটি ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল। সামিটের এবারের থিম ছিল- শিফটিং ল্যান্ডস্কেপস, কলাবোরেটিভ সলিউশনস : পাইওনিয়ারিং ইনোভেশন ইন এশিয়া প্যাসিফিক হায়ার এডুকেশন, যা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উচ্চশিক্ষার পরিবর্তনশীল চিত্র এবং সহযোগী সমাধানগুলোর উপর গুরুত্বারোপ করে।
এআইইউবির পক্ষ থেকে সামিটে প্রতিনিধিত্ব করেন ট্রাস্টি বোর্ডের সদস্য মিস ডুলসে লামাগনা এবং মিস শানিয়া মাহিয়া আবেদীন। কিউএস হায়ার এডুকেশন সামিটে মিস ডুলসে লামাগনা এবং মিস শানিয়া মাহিয়া আবেদীন বাংলাদেশের উচ্চশিক্ষায় এআইইউবির বিশেষ অবস্থান তুলে ধরেন এবং এর অগ্রগতির ধারাবাহিকতা প্রকাশ করেন। এই অনুষ্ঠানে বিশ্বের ২০০০ এরও বেশি বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং শিক্ষা খাতের উদ্ভাবকরা অংশগ্রহণ করেন।
মিস শানিয়া মাহিয়া আবেদীন পরে হংকংয়ের লিংনান ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত সামিটের পরের পর্বে অংশগ্রহণ করেন। সেখানে বিভিন্ন দেশের বক্তারা গুরুত্বপূর্ণ বক্তব্য দেন এবং প্যানেল আলোচনায় অংশ নেন, যা বৈশ্বিক উচ্চশিক্ষার উন্নয়ন এবং উদ্ভাবনকে আরও উজ্জীবিত করে। এআইইউবির এই আন্তর্জাতিক সামিটে অংশগ্রহণ বাংলাদেশের উচ্চশিক্ষার ক্ষেত্রে এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন করেছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১