৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ১৭ নভে ২০২৪ ০৯:১১
বলিউড অভিনেতা গোবিন্দা। তিনি শুধু বলিউডের সুপারস্টার বা ডান্স মাস্টার নন, একজন রাজনৈতিক ব্যক্তিত্বও বটে। সম্প্রতি ভোটের প্রচারে ভারতের জলগাঁওতে একটি ক্যাম্পেনিং করেছিলেন। সেখানে যাওয়ার পরও অসুস্থ হয়ে পড়েন।
ভোটের প্রচারে র্যালির মাঝে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দিন কয়েক আগেই পায়ে গুলি লাগার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই রেশ কাটতে না কাটতেই আবারও অসুস্থ হয়েছেন। এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন গোবিন্দার ভক্ত-অনুরাগীরা।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, ভোটের প্রচারের সময় বুকে ব্যথা অনুভব করেন গোবিন্দা। সঙ্গে সঙ্গে হেলিকপ্টারে মুম্বাই নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালেও ভর্তি করা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, অতিরিক্ত হাঁটার কারণেই বুকে ও পায়ে ব্যথা অনুভব করেন গোবিন্দা। অভিনেতার এক কাছের বন্ধুও এই বিষয়টা নিশ্চিত করেছেন।
সেই সঙ্গে ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, এখন গোবিন্দা ভালো আছেন। আগের থেকে সুস্থ আছেন। ভয়ের কোনও কারণ নেই। চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১