১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৫ ইং
প্রকাশিত:রবিবার, ১৭ নভে ২০২৪ ০২:১১
ময়মনসিংহের হালুয়াঘাট স্থলবন্দর এলাকার গোবড়াকুড়া আমদানি ও রপ্তানিকারক গ্রুপের মহাসচিব অশোক সরকার অপুর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী হালুয়াঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১৭ নভেম্বর) এ নিয়ে হালুয়াঘাট উপজেলায় পৃথকভাবে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী ও অভিযুক্তরা।
এর আগে শনিবার (১৬ নভেম্বর) বিকেলে হালুয়াঘাট উপজেলার ইমেক্স হোটেলের সামনে অশোক সরকার অপুর ওপর সন্ত্রাসী হামলা চালান বহিষ্কৃত বিএনপি নেতা নাদিম আহম্মেদ ও কড়ইতলী কোল এন্ড ইম্পোর্টার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক বিল্লাল হোসেন। এতে ক্ষুব্ধ ব্যবসায়ী ও স্থানীয়রা হামলাকারীদের ধাওয়া দিলে তারা পালিয়ে যান। এ সময় হামলাকারীদের একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।
ভুক্তভোগী হিন্দু নেতা গোবড়াকুড়া আমদানি ও রপ্তানিকারক গ্রুপের মহাসচিব অশোক সরকার অপু, কয়লা আমদানি ইস্যুতে শনিবার ভারত থেকে ১২ জনের একটি ব্যবসায়ী গ্রুপ হালুয়াঘাটে আসে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা তাদের সঙ্গে স্থানীয় ইমেক্স হোটেলে একটি যৌথ সভায় ডলার পাচার বন্ধসহ দ্বিপাক্ষিক ব্যবসায়ী স্বার্থ রক্ষায় ফলপ্রসূ আলোচনা হয়। এতে আমাদের ব্যবসায়ী সমিতির উপদেষ্টা সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন। সভা শেষে ইমেক্স হোটেলের সামনে বহিষ্কৃত বিএনপিনেতা নাদিম আহম্মেদ এবং ব্যবসায়ী বিল্লাল হোসেন আমার ওপর সন্ত্রাসী হামলা চালান। এ সময় তারা আমাকে মারধর করে পাঞ্জাবী ছিড়ে ফেলে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ করা হয়েছে।
তিনি আরও বলেন, বিগত ৫ আগস্টের পর থেকে আমাদের সমিতির দখল নিতে নানাভাবে ষড়যন্ত্র করছে নাদিম ও বিল্লাল। মূলত তারা দখল চেষ্টায় ব্যর্থ হয়ে এই হামলার ঘটনা ঘটিয়েছে।
হামলার সত্যতা নিশ্চিত করে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, এই ঘটনায় পাল্টাপাল্টি তিনটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এই হামলার ঘটনাকে কেন্দ্র করে রোববার (১৭ নভেম্বর) পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করেছে দুটি পক্ষ।
এর মধ্যে এদিন সকালে ব্যবসায়ী উন্নয়ন সমিতির ব্যানারে নিজ বাসায় সংবাদ সম্মেলন করেছেন নাদিম আহম্মেদ। তিনি বিএনপিনেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে জড়িয়ে তার মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও বাসায় ভাঙচুরের অভিযোগ করে ঘটনার বিচার দাবি করেন।
অপরদিকে ব্যবসায়ী নেতার ওপর হামলা ও বিক্ষুব্ধ জনতার প্রতিবাদের ঘটনায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে জড়িয়ে মিথ্যা ভিত্তীহীন তথ্য পরিবেশনের প্রতিবাদে স্থানীয় অগ্রযাত্রা কো-অপারেটিভ সমিতির হল রুমে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠন। এতে জেলা উত্তর বিএনপির সদস্য আবু হাসনাত বদরুল কবীর, অধ্যাপক আমজাদ আলী, আসলাম মিয়া বাবুলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তারা বলেন, নাদিম আহম্মেদ সুবিধাবাদী প্রকৃতির মানুষ। সে কখনও আওয়ামী লীগ আবার কখনও বিএনপি সেজে নানা ধরনের অপকর্মে লিপ্ত থাকেন। র্দীঘ সময় ধরে সে হালুয়াঘাটে কয়লা ব্যবসায় আধিপত্য বিস্তারের জন্য নানাভাবে কূটকৌশল করে আসছেন। কিন্তু এই ষড়যন্ত্রে তিনি ব্যর্থ হয়ে এখন বিএনপিনেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে জড়িয়ে নানা ধরনের মিথ্যা অপপ্রচার করছেন। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
প্রসঙ্গত, ২০১৮ সালে দলীয় নির্দেশ অমান্য করে পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় বিএনপি থেকে বহিষ্কার হন নাদিম আহম্মেদ। এ ছাড়াও ২০২৪ সালের বিগত ফ্যাসিস্ট সরকারের ঢামী নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান নেওয়ায় দ্বিতীয়বার বিএনপি থেকে বহিষ্কার হন তিনি।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১