৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ১৮ নভে ২০২৪ ০৩:১১
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, কেউ মনে করবেন না বিএনপি ক্ষমতায় চলে গিয়েছে। আমরা মাত্র শেখ হাসিনার পতন ঘটিয়েছি। কালো শক্তির দোসররা সাড়ে ১৫ বছর বাংলাদেশের মানুষকে শোষণ করেছে, লুট করেছে। শেখ হাসিনা যে অপকর্ম করেছে তার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ আগামী ৪২ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। সোনার বাংলাদেশে শেখ হাসিনার ঠাঁই হবে না।
রোববার (১৭ নভেম্বর) বিকেলে বনপাড়া বাইপাস মোড়ে বড়াইগ্রাম উপজেলা, পৌর ও বনপাড়া পৌর বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, একটা সময় মিছিলের জন্য হারিকেন লাগিয়েও লোক খুঁজে পাওয়া যায়নি। এখন তো লোকের অভাব নাই। আমার কথা একটাই—যারা সাড়ে ১৫ বছর বিএনপির সঙ্গে ছিলেন, এর বাইরে ষড়যন্ত্রকারী-চক্রান্তকারী আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপিতে আসার সুযোগ না পায়। বিএনপির কোনো নেতার মাধ্যমে যদি তারা দলে আসে সেইসব নেতার বিচার আগে করা হবে।
দুলু বলেন, আগামী নির্বাচন পর্যন্ত দলে বিভেদ রাখা যাবে না। যারা বিভেদ তৈরির চেষ্টা করবে তাদেরকে সাধারণ কর্মীরা প্রতিহত করবে। মিথ্যা মামলায় যারা জেলখানায় জীবনযাপন করছে, তাদের জেল থেকে বের করে আনবো।
তিনি আরও বলেন, বিগত সময় যারা অস্ত্রের ঝনঝনানি দেখিয়েছেন, যারা ভোট না করে উপজেলা চেয়ারম্যান, মেয়র, এমপি হয়েছেন প্রত্যেকের বিচার করা হবে। সেইসঙ্গে বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবু হত্যাকারীদের বিচারও এই নাটোরের মাটিতেই করা হবে।
উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল কাদের মিয়াজীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, কাজী শাহ আলম, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, গুরুদাসপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ। বড়াইগ্রাম পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র ইসাহাক আলী, বনপাড়া পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১