৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:সোমবার, ১৮ নভে ২০২৪ ০৩:১১
আল্লু আর্জুন অভিনীত দক্ষিণী সিনেমা ‘পুষ্পা’ ভারতসহ সারা বিশ্বে ব্যাপক আলোড়ন তোলে। বাংলাদেশেও ছবিটি নিয়ে উত্তেজনা ছিল তুঙ্গে। এবার ছবিটির দ্বিতীয় কিস্তি আসছে, যার মুক্তির সময়ও ঘনিয়ে আসছে। এদিকে সম্প্রতিই সারা ভারতে ঝড় তোলে উইন্ডোজের ছবি ‘বহুরূপী’। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘বহুরূপী’ সারা দেশে ১৫ কোটির ব্যাবসা করেছে।
গত ৮ নভেম্বর পূজা উপলক্ষ্যে মুক্তি পায়’বহুরূপী’। এদিকে মুক্তির আগেই ‘পুষ্পা-টু’ নিয়েও দর্শকমনে এখন টানটান উত্তেজনা। আর ভারত থেকে শুধু এই দুটি ছবিরই মুক্তি পাওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রেক্ষাগৃহে। কিন্তু শোনা যাচ্ছে বিপত্তির কথা। বাংলাদেশে ছবি দুটির মুক্তি নাকি আপাতত আটকে রয়েছে!
সম্প্রতি উইন্ডোজ প্রডোকশনের সঙ্গে যোগাযোগ করে ভারতীয় গণমাধ্যম। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে জানানো হয়, ‘এক দেশ থেকে আরেক দেশে মুক্তির বিষয়, তাই প্রক্রিয়াকরণের কিছু সমস্যার কারণে আটকে রয়েছে। সেটা মিটে গেলেই বহুরূপী বাংলাদেশেও মুক্তি পাবে। ‘পুষ্পা-টু’ আর ‘বহুরূপী’ এই দুটি ছবিই বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা। দুটি একই কারণে আটকে রয়েছে, এছাড়া আর কোনো বিষয় নেই’।
প্রসঙ্গত, এর আগে সফলতায় বাংলাদেশ থেকে বিশেষ সম্মান পেয়েছিল ‘বহুরূপী’ ছবি। সে জন্য শিবপ্রসাদ মুখার্জি বাংলাদেশের একটি মিডিয়া পার্টনারকে ধন্যবাদও জানিয়েছিলেন।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১