ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

প্রকাশিত:মঙ্গলবার, ১৯ নভে ২০২৪ ০১:১১

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতদের সঙ্গে জিএম কাদেরের সাক্ষাৎ

ইউরোপীয় ইউনিয়ন ও এর সদস্যরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেলে ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলারের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জাপার চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, নিজ বাসভবনে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান ইউরোপীয় ইউনিয়নের বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মাইকেল মিলার। পরে আন্তরিক পরিবেশে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তারা।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে ছিলেন– পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য ও চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা।