৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২২শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ১৯ নভে ২০২৪ ০১:১১
বরিশাল বিএনপির কার্যালয় পোড়ানোসহ চারটি মামলায় মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কোহিনুর বেগমকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে নগরীর ভাটিখানার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিকেলে বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতকে বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। কোহিনুর বেগম বরিশাল সিটি কর্পোরেশনের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের সাবেক কাউন্সিলর। তিনি বেশ কয়েকটি মামলার এজাহারভুক্ত আসামি।
এসব মামলায় এর আগে গ্রেপ্তার হয়েছেন সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জাহিদ ফারুক শামিম, সিটি কর্পোরেশনের ৯ কাউন্সিলরসহ বেশ কয়েকজন নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১