৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ নভে ২০২৪ ০২:১১
ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় অভিযান চালিয়ে সাত প্রতিষ্ঠানে ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়।
এতে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হলো- বিনিময় কসমেটিকসকে চার হাজার, রিয়াদ স্টোরকে পাঁচ হাজার, সামিয়া কসমেটিকসকে চার হাজার, মেসার্স হাসেন বীজ ভাণ্ডারকে পাঁচ হাজার, ফারুক এন্টারপ্রাইজকে তিন হাজার, বৈশাখী বীজ ভাণ্ডারকে দুই হাজার ও ভিআইপি কসমেটিকসকে এক হাজার জরিমানা করা হয়েছে।
খবরের সত্যতা নিশ্চিত করে জাহাঙ্গীর আলম বলেন, অভিযানের সময় মূল্যের তালিকা প্রদর্শন না করা, মেয়াদ ও মূল্যহীন পণ্য, নকল বীজ বিক্রয় করাসহ বিভিন্ন অপরাধে এ জরিমানা করা হয়।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মো. আব্দুস ছালাম।
অভিযানে সহায়তা করে মুক্তাগাছা থানা পুলিশের একটি টিম।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১