৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ২৩ নভে ২০২৪ ০২:১১
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) লেকের নতুন নামকরণ করা হবে জুলাই আন্দোলনে শহীদ মীর মুগ্ধের নামে। লেকটির নতুন নাম ‘মীর মুগ্ধ সরোবর’ হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়েরর উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
শনিবার (২৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাৎকারকালে এ কথা বলেন উপাচার্য। এতদিন লেকটি ‘মফিজ লেক’ নামেই বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলের কাছে পরিচিত ছিল।
উপাচার্য বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যের অন্যতম একটি স্থান হলো লেক। যেটি বর্তমানে মফিজ লেক নামে পরিচিত। আমি বিভিন্ন জায়গায় এ বিষয়ে কথা বলেছি, আর লেকটির নাম ‘মীর মুগ্ধ সরোবর’ রাখার প্রস্তাব করেছি। এর আগেও আমি বোটানিক্যাল গার্ডেনের নামটি জুলাই আন্দোলনের সঙ্গে মিল রেখে ‘জুলাই উদ্যান-২৪’ নামকরণ করেছি।
তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সফলতার জন্য আমরা স্বাধীনভাবে কাজ করতে পারছি। আর এই আন্দোলনের স্প্রিরিটকে ধারণ করে আগামীতেও আমরা কাজ করতে চাই। এ আন্দোলনের মূল লক্ষ্য বৈষম্যহীন একটি সমাজ গঠন করা। আমরা সেই লক্ষ্য নিয়েই কাজ করে যেতে চাই। ইসলামী বিশ্ববিদ্যালয়কে বৈষম্যহীন বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে সকলের সহযোগিতা নিয়ে একত্রে কাজ করব।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১