৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ২৩ নভে ২০২৪ ০২:১১
প্রবাসীদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যা দ্রুত সমাধান না করলে প্রবাসে ও দেশে আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মালয়েশিয়া প্রবাসীরা। তারা এ সমস্যা সমাধানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেছেন।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) কুয়ালালামপুরের বুকিত বিন্তাং অবস্থিত ভিআইপি পিঠাঘরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ায় পাসপোর্ট সংক্রান্ত সমস্যাসহ প্রবাসীদের অন্য সমস্যা সমাধানের দাবি তুলে ধরেন কমিউনিটি নেতা ড. ওয়ালিউল্লাহ জাহিদ।
এসময় প্রবাসীরা বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএলের সঙ্গে চুক্তি বাতিল করে তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিষ্ঠানটির নিরাপত্তাকর্মীদের প্রবাসীদের মারধরের ঘটানারও তীব্র নিন্দা জানান উপস্থিত প্রবাসীরা।
বেসরকারি প্রতিষ্ঠানের কাছে দেশের জনগণের ব্যক্তিগত তথ্য নিরাপদ নয় উল্লেখ করে অতিসত্বর ইএসকেএলের সঙ্গে অবৈধ চুক্তি বাতিল করে প্রবাসীদের সব সেবা দূতাবাসের মাধ্যমে দেওয়ার দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে প্রবাসীরা বলেন, অন্তর্বর্তী সরকার তিন মাসের অধিক সময় আগে দায়িত্ব গ্রহণ করলেও এখনো বিগত সরকারের নিয়োগ দেওয়া দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের অপসারণ করা হয়নি। তাদের অপসারণ না করলে প্রবাসীদের সমস্যা কমবে না বলেও মন্তব্য করেন তারা।
প্রবাসীরা আরও বলেন, যুগ যুগ ধরে জিইয়ে রাখা প্রবাসীদের সমস্যা সমাধান বাংলাদেশের সরকারের প্রধান কর্তব্য। বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে প্রবাসীদের ভূমিকা প্রশংসনীয়, যা ছাত্র-জনতার আন্দোলনের সময় প্রমাণিত হয়েছে। বিমানবন্দরে প্রবাসী লাউঞ্জ হয়ত তাদের কিছুটা স্বস্তি দেবে। তবে প্রবাসীদের বিদেশ গমনের ব্যয় শূন্যে আনতে পারলে রেমিট্যান্সের হার যে বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।
বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মোহাম্মদ ইউনূস দেশের দায়িত্ব গ্রহণ করায় প্রবাসীরা আশার আলো দেখছেন তাদের সমস্যা সমাধানে। পাসপোর্ট প্রাপ্তিতে বিলম্ব, ভোগান্তিসহ অন্যান্য সমস্যায় জর্জরিত মালয়েশিয়াসহ পৃথিবীর যেসব দেশে প্রবাসীরা অবস্থান করছেন তাদের সমস্যা সমাধানে অতিসত্বর প্রধান উপদেষ্টার হস্তক্ষেপসহ সমন্বয়কদের সহায়তা কামনা করেন সংবাদ সম্মেলনে উপস্থিত প্রবাসীরা।
এসময় প্রবাসীদের পক্ষে বক্তব্য দেন কমিউনিটি নেতা মির্জা সালাহ উদ্দিন, এস এম বশির আলম, আ. আজিজ মোল্লা, অ্যাডভোকেট ইমানুর রহমান, ইসমাইল হোসেন, আক্তার, ফরিদ গাজী, মিরাজ মাঝি, রাসেল, আ. রহিমসহ অনেকে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১