৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৪শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:শনিবার, ২৩ নভে ২০২৪ ০২:১১
বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেছেন, বিএনপিতে কোনো ষড়যন্ত্রকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটতরাজ ও অনুপ্রবেশকারীর ঠাঁই হবে না। দলের ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর উত্তরার দক্ষিণখানে আনোয়ারা মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দক্ষিণখান খেলোয়াড় কল্যাণ সংঘ আয়োজিত ফুটবল টুর্নামেন্টে তিনি এসব কথা বলেন।
ফুটবল টুর্নামেন্ট-২০২৪ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য ওয়ার্ড কাউন্সিলর আলী আকবর আলী।
আমিনুল হক বলেন, মাদক ও সন্ত্রাসমুক্ত একটি যুবসমাজ তৈরি করার লক্ষ্যে তারেক রহমানের নির্দেশে বিএনপি কাজ করে যাচ্ছে। মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ তৈরিতে ক্রীড়াঙ্গন অন্যতম একটি মাধ্যম।
সাবেক ফুটবলার আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপি ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, আব্দুর রাজ্জাক, সাবেক যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক গাজী রেজাউনুল হক রিয়াজ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১