মহারাষ্ট্রে মোদির এনডিএ, ঝাড়খণ্ডে ইনডিয়া জোটের জয়

প্রকাশিত:শনিবার, ২৩ নভে ২০২৪ ০২:১১

মহারাষ্ট্রে মোদির এনডিএ, ঝাড়খণ্ডে ইনডিয়া জোটের জয়

ভারতের মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড রাজ্যের বিধানসভার নির্বাচনের ফলাফল পাওয়া গেছে। মহারাষ্ট্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট ২৮৮টি আসনের মধ্যে ২৩৬টি আসনে জয় পেয়েছে। অপরদিকে বিরোধী দলীয় জোট এমভিএ পেয়েছে মাত্র ৪৮টি আসন। বাকি চারটি আসনে জয় পেয়েছে অন্যান্য দলগুলো।

অপরদিকে ঝাড়খণ্ডে কংগ্রেসের নেতৃত্বাধীন ইনডিয়া জোট জয় পেয়েছে। বিধানসভার ৮১টি আসনের মধ্যে ইনডিয়া জোট জয় পেয়েছে ৫৬টি আসনে। অপরদিকে ২৪টি আসনে জিতেছে মোদির এনডিএ। বাকি একটি আসনে জয় পেয়েছেন জোটবিহীন প্রার্থী।

ঝাড়খণ্ডে এবারের নির্বাচন আগে ‘বাংলাদেশ কার্ড’ খেলার চেষ্টা করেছিল মোদির বিজেপি ও তাদের জোট দলগুলো। প্রধানমন্ত্রী মোদি নিজে অভিযোগ করেছিলেন, ঝাড়খণ্ডের বর্তমান সরকার বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশকারীদের থাকার ব্যবস্থা করে দিয়েছে, তাদের সব সুযোগ সুবিধা দিচ্ছে। এতে করে ঝাড়খণ্ডের উপজাতিরা বঞ্চিত হচ্ছে। সেখানকার উন্নয়ন কাজ ব্যহত হচ্ছে। এমনকি নির্বাচনের কয়েকদিন আগে বাংলাদেশিদের হেয় করে একটি মিথ্যা ও প্রোপাগান্ডামূলক ভিডিও প্রচার করে দলটি।

তবে মোদি ও তার দলের এসব প্রোপাগান্ডা নির্বাচনে কাজে দেয়নি। বর্তমানে ঝাড়খণ্ডের ক্ষমতায় থাকা দলই আবার পুননির্বাচিত হয়েছে।

কিন্ত মহারাষ্ট্রের মোদির জোটের ধারেকাছে কেউ যেতে পারেনি। সেখানে এনডিএ নিজেদের প্রত্যাশার চেয়েও বেশি সাফল্য পেয়েছে।