সৌদি আরবে বারবার ফিরে আসবো : জেমস

প্রকাশিত:শনিবার, ২৩ নভে ২০২৪ ০২:১১

সৌদি আরবে বারবার ফিরে আসবো : জেমস

সৌদি আরবের সাউদিয়া পার্কে আয়োজিত গ্লোবাল হারমোনির তৃতীয় রাত মাতালেন নগরবাউল জেমস। ‘বাংলাদেশ কালচার’ শিরোনামের এক কনসার্টে অংশ নিয়ে সুর ও কণ্ঠে মরুর বুকে লাখো বাঙালির বুকে ঝড় তুললেন।

প্রথমবারের মতো সৌদি আরবে পারফর্মের পর আশ্বাস দিলেন পরবর্তীতে প্রবাসীদের ডাকে সাড়া দিবেন। কনসার্টে অংশ নেওয়ার পরে জেমস গণমাধ্যমকে বলেন, ‘আমি প্রথম রিয়াদের মাটিতে পা দিলাম। আশা করিনি যে এত সুন্দর আর এত দর্শক এখানে আছে।’

এরপর তিনি বলেন, ‘রিয়াদে এসে আমি মুগ্ধ এবং আমার অনুভূতি ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না, রিয়াদে আমি বারবার ফিরে আসবো। তাদেরকে (প্রবাসী বাংলাদেশি) অনেক ধন্যবাদ, আজকের এই অনুষ্ঠানে আসার জন্য।’

‘বিশেষ করে গ্লোবার হারমনি এতে অংশগ্রহণ করার জন্য আর এই অনুষ্ঠানকে সুন্দর করে উপস্থাপন করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।’

রেমিট্যান্স যোদ্ধাদের বিষয়ে নগরবাউলের ভাষ্য, ‘ইনশা-আল্লাহ তারা আরও পরিশ্রম করবে, দেশের জন্য আরও কাজ করবে। কর্মমুখর জীবনে সংগীতের মাধ্যমে এই যে একটা মেলবন্ধন হলো এবং তারা উপভোগ করলো আনন্দ করলো।’

পরবর্তীতে যদি সুযোগ পান তাহলে আপনি রিয়াদে আসবেন এই প্রশ্ন করা হলে জেমস বলেন, ‘এ বিষয়ে কোন প্রশ্ন নেই যখনই সুযোগ পাওয়া যাবে চলে আসবো।’