৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:রবিবার, ২৪ নভে ২০২৪ ১০:১১
চট্টগ্রামের পটিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।
রোববার (২৪ নভেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কমলমুন্সির হাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আবুল কালাম (৫৫) পটিয়ার উত্তর খরনা ফকিরপাড়ার কালা মিয়ার ছেলে। আহতরা হলেন– ওই এলাকার আব্দুল জব্বার ও তার স্ত্রী মর্জিনা বিনতে হ্যাপি।
জানা যায়, মহাসড়কের কমলমুন্সির হাটের পূর্ব পাশে চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী কিং ট্রাভেলস বাস (ঢাকা মেট্রো: ব ১৫-৮৮৩৪) ও একটি নম্বরবিহীন সিএনজি অটোরিকশার মুখামুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। আহতদের পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে চমেক হাসপাতালে পাঠানো হয়।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি মোহাম্মদ জসিম জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।
অন্যদিকে সীতাকুণ্ডে বাসচাপায় মো. ফটিক ইসলাম (৩৫) নামে পথচারী এক নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত মো. ফটিক ইসলাম বাড়বকুণ্ড ইউনিয়নের অনন্তপুর এলাকার বাসিন্দা। তিনি বাড়বকুণ্ড বাজারের একটি চায়ের দোকানে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানায়, রাতে রাস্তা পার হওয়ার জন্য মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন ওই যুবক। এসময় ঢাকাগামী একটি দ্রুতগতির বাস মহাসড়কের বাড়বকুণ্ড বাজার এলাকা অতিক্রমকালে ওই যুবককে চাপা দেয়।
তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১