৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:মঙ্গলবার, ২৬ নভে ২০২৪ ১১:১১
যে রাধে সে চুলও বাঁধে— বহুল প্রচলিত এই প্রবাদটি যেন মিলে যায় ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহালের স্ত্রী ধনশ্রী ভার্মার ক্ষেত্রে। একাধারে চিকিৎসক, নৃত্যশিল্পী ও গৃহিণী তিনি।
এবার নামের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে আরও একটি পরিচয়। প্রথমবারের মতো তেলেগু সিনেমায় অভিনয় করবেন তিনি। নাম ‘আকাশম দাতি ভাস্তভা’।
নির্মাতা শশী কুমার নির্মাণ করছেন নৃত্যনির্ভর এই ছবি। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে চাহালের স্ত্রীকে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেশায় একজন চিকিৎসক হলেও ছোটবেলা থেকেই নৃত্য নিয়ে স্বপ্ন দেখতেন ধনশ্রী। সেই স্বপ্ন পূরণে নৃত্যশিল্পী পরিচয় গড়ে তুলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুরাগীর সংখ্যাও নেহাত কম নয়।
অবশেষে তেলুগু ছবির মাধ্যমে রূপালি পর্দায় পা রাখতে চলেছেন সেই ধনশ্রী। যেহেতু গল্পটি নাচের ওপর, আর চাহাল-পত্নীও খুব ভালো নাচ করেন। তাই এই সিনেমায় তার প্রতিভা বিকশিত হবে পূর্ণমাত্রায়, এমনটাই ধারণা করছেন ভক্তরা।
ধনশ্রী মূলত তার নাচের দক্ষতা ও দুর্দান্ত অভিনয়ের জন্যই এই সিনেমায় নির্বাচিত হয়েছেন। প্রধান চরিত্রে অভিনয় করছেন বিখ্যাত কোরিওগ্রাফার যশ। এ ছাড়াও রয়েছেন মালয়ালাম অভিনেত্রী কার্তিকা মুরালিধরন, যিনি ‘সিআইএ’র মতো ছবি দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন।
প্রসঙ্গত,করোনা মহামারির সময়ে নাচ শিখতে চেয়েছিলেন চাহাল। সেই সূত্রেই ধনশ্রীর সঙ্গে ক্রিকেটারের পরিচয়। সেখান থেকেই প্রেম, এরপর পরিণয়।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১