৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৩শে ডিসেম্বর, ২০২৪ ইং
প্রকাশিত:বৃহস্পতিবার, ২৮ নভে ২০২৪ ০৩:১১
কিশোরগঞ্জ: উৎসবমুখর পরিবেশে কিশোরগঞ্জে ‘তথ্যই শক্তি: জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ স্লোগানকে সামনে রেখে দুদিনব্যাপী তথ্যমেলা শুরু হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মনতোষ বিশ্বাসসহ আরও অনেকেই।
এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি ম ম জুয়েলের সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন তথ্যমেলার আয়োজক কমিটির আহ্বায়ক স্বপন কুমার বর্মন।
এছাড়া ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) প্রতিনিধি ক্লাস্টার কো-অর্ডিনেটর-সিই মাহান উল হক নোবেল স্ব-প্রণোদিত তথ্য প্রকাশ এবং তথ্য অধিকার আইন বাস্তবায়নে তথ্যের গোপনীয়তার শৃঙ্খল ভেঙে সবাইকে তথ্য অবমুক্তকরণের বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান।
মেলায় তথ্য প্রাপ্তির আবেদন ফরম পূরণ ও তথ্য প্রাপ্তিতে সহায়তা করছে টিআইবির সনাক, ইয়েস ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের স্বেচ্ছাসেবকরা। এছাড়াও টিআইবির দুর্নীতিবিরোধী আন্দোলনের চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করেছে।
তথ্যমেলায় ৩৩টি সরকারি এবং তিনটি বেসরকারি প্রতিষ্ঠান তথ্যসেবা দেওয়ার জন্য অংশ নিয়েছে। দিনব্যাপী মেলার আয়োজনে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক সাধারণ মানুষ বিভিন্ন স্টল থেকে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রয়োজনীয় ধারণা নেন ও কাঙ্ক্ষিত তথ্যসেবা নেন। মেলায় সবমিলিয়ে দুই হাজারের বেশি নাগরিক প্রয়োজনীয় তথ্য পেয়েছেন।
কিশোরগঞ্জ জেলা প্রশাসন এবং সনাক যৌথ উদ্যোগে তথ্য অধিকার আইন-২০০৯ এর প্রচারণা ও বাস্তবায়নের অংশ হিসেবে জনসাধারণের কাছে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য এ মেলার আয়োজন করে।
তথ্যমেলা চলবে বুধবার (২৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পর্যন্ত।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১