দ্বিতীয় দফায় পেছাল বাংলাদেশ ম্যাচের টস

প্রকাশিত:শনিবার, ৩০ নভে ২০২৪ ০৪:১১

দ্বিতীয় দফায় পেছাল বাংলাদেশ ম্যাচের টস

ভেজা আউটফিল্ডের কারণে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার দ্বিতীয় টেস্টের টস আরও একবার পেছাল। দিনের শুরুতেই একবার মাঠ পর্যবেক্ষণ শেষে জানানো হলো, এখনই খেলা মাঠে গড়ানোর অবস্থায় নেই। স্থানীয় সময় সকাল ১১টায় নির্ধারণ হয় মাঠ পর্যবেক্ষণের সময়। দ্বিতীয় দফায়ও জ্যামাইকার সাবিনা পার্ক সন্তুষ্ট করতে পারল না আম্পায়ারদের। দ্বিতীয় দফায় দুই ঘণ্টা পেছানো হলো টসের সময়।

নতুন সময় অনুযায়ী বাংলাদেশ সময় রাত ১২টায় এবং স্থানীয় সময় দুপুর ১টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। এর আগে সকাল ৮টায় ছিল টসের নির্ধারিত সময়।

কিংস্টনে এখন আকাশ ঝলমল করছে। তবে গত কয়েকদিনের বৃষ্টির কারণে উইকেটের পাশে ও আউটফিল্ডের বড় একটা অংশ স্যাঁতসেঁতে হয়ে আছে। মাঠের অবস্থা দ্বিতীয় পর্যবেক্ষণেও খুব একটা সুখকর না। এমনকি খেলা আজ মাঠে গড়ালেও তাতে খুব বেশি ওভার হবে বলে ধারণা করা হচ্ছে না। খেলা শুরু হলে সেটা লাঞ্চ বিরতির পরেই হবে।

দুই ম্যাচের টেস্ট সিরিজে এরইমাঝে প্রথম ম্যাচ ২০১ রানের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। সিরিজ বাঁচানোর লক্ষ্যেই এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। এটিই চলতি বছরে টাইগারদের শেষ টেস্ট ম্যাচ।