আগামী দুই বছরের আগে আমরা নির্বাচন চাই না : নুরুল হক

প্রকাশিত:রবিবার, ০১ ডিসে ২০২৪ ০৩:১২

আগামী দুই বছরের আগে আমরা নির্বাচন চাই না : নুরুল হক

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, সরকারকে পরিষ্কারভাবে বলতে চাই, আমরা আপনাদের নির্বাচনের জন্য ক্ষমতায় বসাই নাই। রাষ্ট্র সংস্কার করতে হবে। জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। আপনারা যে ১৫টি সংস্কারের কথা বলেছেন, এসব সংস্কার হবে এরপর নির্বাচনের কথা ভাববেন।

রোববার (১ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের নতুন বাজার এলাকায় জুলাই বিপ্লব ও নতুন বাংলাদেশ বিনির্মাণে জনআকাঙ্ক্ষার রাজনীতি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, একদল খাইয়া গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি। এই প্রশাসন এবং রাষ্ট্র সংস্কার করতে হবে। আগামী দুই বছরের আগে আমরা নির্বাচন চাই না। বাংলাদেশের ইতিহাসে ৫৩ বছরের সরকারের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ জনসমর্থন পাওয়া সরকার। বাম, ডান, বিএনপি, জামায়াতসহ সকল রাজনৈতিক দল এ সরকারকে সমর্থন দিয়েছে।

তিনি আরও বলেন, এখন অনেকের খাওয়া-দাওয়া চলতেছে না। কারণ অনেক জায়গায় সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চাঁদাবাজদের দমন করছে, তাদের ধান্দা বন্ধ হয়ে যাচ্ছে। এখন তারা চিন্তা করছে, যদি তাড়াতাড়ি একটা নির্বাচন হয় তাহলে ক্ষমতায় আসতে পারলে ভাগবাটোয়ারা করে খাওয়া যাবে।

জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে এবং জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমানের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম। জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. শাহ-আলম শিকদার, জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) আব্দুল্লাহ ইউসুফ পাশা প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ