লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন সালাহ

প্রকাশিত:সোমবার, ০২ ডিসে ২০২৪ ০২:১২

লিভারপুলে নিজের ভবিষ্যৎ নিয়ে যা বললেন সালাহ

টানা সাত বছর ধরে লিভারপুলের জার্সিতে আলো ছড়িয়ে যাচ্ছেন মোহামেদ সালাহ। সবশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোল করেন তিনি।

কিন্তু লিভারপুলে তার ভবিষ্যৎ কী হবে তা নিয়ে ধোঁয়াশা কাটছেই না।
চুক্তি অনুযায়ী, লিভারপুলে এটাই সালাহর শেষ মৌসুম। সালাহ নিজেও শেষ ধরেই এগোচ্ছেন। বিষয়টি এমন নয় যে, তিনি অলরেডদের ডেরায় আর থাকতে চান না। কিন্তু নতুন চুক্তির ব্যাপারে এখনো কোনো প্রস্তাব পাননি এই মিশরীয় ফরোয়ার্ড।

সিটির বিপক্ষে জয়ের পর সালাহ বলেন, ‘সত্যি বলতে এটি আমার মাথায় আছে। এখন পর্যন্ত এটাই সিটির বিপক্ষে লিভারপুলের হয়ে শেষ ম্যাচ, তাই আমি কেবল উপভোগ করতে চেয়েছিলাম। পরিবেশটা অবিশ্বাস্য ছিল তাই এখানে প্রতিটা মুহূর্ত আমি উপভোগ করেছি। আশা করি, আমরাই লিগ জিতব এবং এরপর দেখা যাক কী হয়। ’

আট দিনে এনিয়ে দ্বিতীয়বার ভবিষ্যৎ নিয়ে মুখ খুললেন সালাহ। তিনি আরও বলেন, ‘আমরা এখন ডিসেম্বরের প্রায় কাছে আছি এবং ক্লাবে থাকার জন্য এখন পর্যন্ত কোনো প্রস্তাব পাইনি। এর ফলে আমি যতটা ভেতরে আছি, তার চেয়ে বেশি বাইরে আছি। আমি ক্লাবকে ভালোবাসি, সমর্থকরা আমাকে ভালোবাসেন। শেষ পর্যন্ত বিষয়টা আমার কিংবা সমর্থকদের হাতে নেই। এখন দেখা যাক কী হয়। ’