২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই জানুয়ারি, ২০২৬ ইং
প্রকাশিত:শুক্রবার, ০৬ ডিসে ২০২৪ ১২:১২
এবার প্রকাশ্যে এসেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবির। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ১৯ বছর পর নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ্যে আসে তারা। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে সামজিক যোগাযোগমাধ্যমে জেলা শহরের এরাবিয়ান কমিউনিটি সেন্টারের নবীনবরণ অনুষ্ঠানের ছবি ছড়িয়ে পড়ে।
জানা যায়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন থেকে গোপনে কার্যক্রম চালালেও দীর্ঘ ১৯ বছর পর প্রকাশ্যে আসে নোবিপ্রবি শাখা ছাত্রশিবির। নবীনবরণ অনুষ্ঠানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের অন্তত ৩০০ নবীন শিক্ষার্থী অংশগ্রহণ করেন বলে জানা গেছে।

তবে নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি এবং সাধারণ সম্পাদকের নাম এখনো প্রকাশ্যে আনেনি এই ছাত্র সংগঠন। নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর সভাপতি নোমান হোসেন নয়ন, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন।
নবীনবরণে উপস্থিত কয়েকজন শিবির নেতা বলেন, বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই শিবিরের কমিটি ছিল তবে কখনো প্রকাশ্যে আসেনি। এবার প্রকাশ্যে এলেও সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির কারাও নাম প্রকাশ হয়নি।
এদিকে নবীনবরণে উপস্থিত নোয়াখালী শহর শাখার সভাপতি আবু সাঈদ সুমন বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধ তাই সহজেই সামনে আসবে না কমিটি। পরিস্থিতি বুঝে ধীরে ধীরে সামনে আসার পরিকল্পনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১