মাইক্রোসফটের ‘সত্য খোঁচা’র জবাবে যা বললেন গুগলের সুন্দর

প্রকাশিত:শনিবার, ০৭ ডিসে ২০২৪ ০৩:১২

মাইক্রোসফটের ‘সত্য খোঁচা’র জবাবে যা বললেন গুগলের সুন্দর

দিন কয়েক আগে এআই ও গুগলকে জড়িয়ে খোঁচা দিয়েছিলেন মাইক্রোসফট প্রধান সত্য নাদেলা। এবার তার মন্তব্যের পাল্টা জবাব দিলেন গুগলের সিইও সুন্দর পিচাই।

নিউ ইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে যোগ দিয়ে সুন্দর পিচাই বলেন, মাইক্রোসফটের নিজস্ব মডেলের সঙ্গে আমাদের মডেলের বিষয় ধরে ধরে তুলনায় আমি রাজি আছি। যে কোনও দিন, যে কোনও সময়। ওরা তো অন্যের মডেল ব্যবহার করছে। আমরা নতুন জেনারেশনের মডেল নিয়ে কাজ করছি।

সত্য নাদেলা এর আগে নরজেস ব্যাংক ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের পডকাস্টে মুখোমুখি হয়ে বলেছিলেন, গুগলের এআই যুদ্ধে স্বাভাবিকভাবেই বিজয়ী হওয়া উচিত ছিল। ওই সংস্থা অত্যন্ত দক্ষ। ডেটা থেকে সিলিকন থেকে মডেল থেকে পণ্য সবই রয়েছে ওদের।

এখন সত্য নাদেলা আবার সুন্দর পিচাইয়ের মন্তব্যের বিপরীত কিছু বলেন কি না, তা দেখার অপেক্ষা।