৯ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে আগস্ট, ২০২৫ ইং
প্রকাশিত:সোমবার, ০৯ ডিসে ২০২৪ ০২:১২
বগুড়ার গাবতলী উপজেলায় অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (০৯ ডিসেম্বর) বিকেল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে উপজেলার সোনারায় ইউনিয়নে এ অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ।
পরিবেশ অধিদপ্তর রাজশাহী কার্যালয় সূত্রে জানা যায়, গাবতলী উপজেলার সোনারায় ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে ইট প্রস্তুতও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার চারটি অবৈধ ইটভাটাকে এক লাখ টাকা করে মোট চার লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটাগুলো হলো মেসার্স এম এস এ ব্রিকস, মেসার্স এম এস ডি ব্রিকস, মেসার্স এম বি সি ব্রিকস এবং মেসার্স এ আর এস ব্রিকস।
অভিযানে আরও উপস্থিত ছিলেন প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার পরিদর্শক মো. মাহমুদুল হাসান। এছাড়া পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আহসান সাফী।
সম্পাদক ও প্রকাশক: এম. দেলোয়ার হোসেন
অফিস: অফিস: রোম নং-৫, নীচতলা, ১৭-১৮, বাইন কোর্ট, হোয়াইটচ্যাপল, লন্ডন।
মোবাইল: ০৭৩৭৭-৯৫১৬৮১